Monday - Saturday, 8AM to 10PM
   +88 09649100200

যত্ন: কার্ড সার্ভিস

কার্ড ব্যবহার বিধি

কোথায় কীভাবে কার্ড পাবেন

  • অনলাইনে কার্ড কেনা যাবে।
  • ওয়েব সাইটে উল্লেখ করা নির্দিষ্ট সেন্টার বা স্থান থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
  • অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
  • নির্দিষ্ট এজেন্টের কাছে থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

কার্ডের ব্যবহারের নিয়ম

  • একটি কার্ড একজনই ব্যবহার করতে পারবেন।
  • একজনের কার্ড অন্যজন ব্যবহার কার যাবেনা।
  • পাঁচ ধরনের কার্ড পাওয়া যাবে। একবারের জন্য (সিংগেল), এক মাস, তিন মাস, ছয় মাস এবং বছর মেয়াদী
  • এক মাস, তিন মাস, ছয় মাস বা এক বছর মেয়াদী কার্ড দিয়ে মাসে সর্বোচ্চ দুই বার ডাক্তার দেখাতে পারবেন
  • কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার সেই কার্ডে থাকা অপশনগুলো শেষ হয়ে যাবে। ধরুন, কেউ তিন মাসের কার্ড কিনেছেন। প্রতি মাসে দুইবার করে দেখানোর কথা। কিন্তু কেউ হয়েতো প্রথম মাসে একবার, দ্বিতীয় মাসে একবার বা দুইবর দেখিয়েছেন। তিন নাম্বার মাসে দেখান নি। তাতেও তিন মাস পর এই কার্ডের মেয়াদ শেষ বলে গন্য করা হবে।
  • কোনো একটি নির্দিষ্ট কার্ড (এক মাস, তিন মাস, ছয় মাস বা এক বছর ) থাকা সত্তেও কারো যদি কোনো মাসে দুই বারের বেশী দেখাতে হয় তবে আলাদা করে অন্য কার্ড (সিঙ্গেল বা মাসের কার্ড) কিনতে হবে।
  • কমপক্ষে একদিন আগে নির্দিষ্ট নাম্বারে কল করে রোগী দেখানোর জন্য সিডিউল নিতে হবে।
  • প্রতিবার ডাক্তার দেখানোর পর একটি মেসেজ পাবেন। যেখানে আপনার কত মাসের কার্ডে কতবার দেখানোর সুযোগ অবশিষ্ট আছে তা জানতে পারবেন।
  • ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ সহ যেকোনো ডিভাইসের মাধ্যমেই যুক্ত হতে পারবেন।
  • কার্ডধারিগণ পূর্বে থেকে এপয়েন্টমেন্ট সাপেক্ষে অফিসে এসেও সরাসরি দেখাতে পারবেন।

পাঁচ ধরনের কার্ডের টাকা ও ভিজিটের পরিমান

  • সিঙ্গল কার্ড- একবার দেখাতে পারবেন। প্রতি কার্ডের জন্য ৩০০ টাকা।
  • এক মাস মেয়াদের কার্ড – দুইবার দেখাতে পারবেন। প্রতি কার্ডের জন্য ৫০০ টাকা।
  • তিন মাস মেয়াদের কার্ড- ছয় বার দেখাতে পারবেন (প্রতি মাসে সর্বোচ্চ ২ বার)- প্রতি কার্ডের জন্য ১৩৫০ টাকা।
  • ছয় মাস মেয়াদের কার্ড- ১২ বার দেখাতে পারবে (প্রতি মাসে সর্বোচ্চ ২ বার)- প্রতি কার্ডের জন্য ২৫০০ টাকা।
  • এক বছর মেয়াদের কার্ড- ২৪ বার দেখাতে পারবে (প্রতি মাসে সর্ব্বোচ্চ ২ বার)- প্রতি কার্ডের জন্য ৪৮০০ টাকা।

বিশেষ সুবিধা

  • প্রথমবার দেখানোর পরই রোগীর নামে একটি রেজিট্রেশন নাম্বার তৈরী হবে।
  • সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তাঁর তথ্য সংগৃহীত থাকবে, যা পরবর্তীতে যেকোনো সময় ডাক্তার দেখাতে আসলে রেজিট্রেশন নাম্বার ও যথাযত প্রমান সাপেক্ষে পূর্বের তথ্য ইতিহাস হিসেবে ব্যবহার করা যাবে।

সতর্কতা

  • কার্ড কেনার সময় অবশ্যই ফোন নাম্বার বা নির্দিষ্ট এজেন্টের বিষয়ে নিশ্চিত হয়ে নিবেন।
Patient's Information:
mk4c aamar-pay