সাইকোথেরাপি বা কাউন্সিলিং সেবা পেতে
সাইকোথেরাপি বা কাউন্সিলিংএর অনলাইন এপয়েন্টমেন্ট কীভাবে নিবেন
- আপনার পছন্দের থেরাপিস্টের সেবা নিতে, কনসালটেশন বিভাগে, নির্দিষ্ট থেরাপিস্টের নামের নিচে থাকা এপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করুন।
- এপয়েন্টমেন্ট নেয়ার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করুন।
- আপনার নির্ধারিত বিশেষজ্ঞের জন্য, নির্দিষ্ট করা সময় এবং তারিখ পছন্দ করুন।
- আপনার নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার জন্য অবশ্যই যোগফলের ঘর পূরণ করতে হবে (যোগফল নির্ণয় করতে হবে)।
- I agreed to the Terms and Conditions এ টিক চিহ্ন দেয়ার আগে, তথ্যগুলো ভালো করে যাচাই করে নিন।
- Pay Now অপশনে ক্লিক করে, অনলাইন পেমেন্ট গেটওয়ে (কার্ড বা মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে নির্ধারিত মূল্য পরিশোধ করুন। আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি কনফারমেশন মেসেজ যাবে, যেখানে সেবাটি পেতে প্রয়োজনীয় তথ্য দেয়া থাকবে।
- পরবর্তীতে সেবা নেয়ার সুবিধার্থে মেসেজে পাঠানো তথ্যগুলো অবশ্যই সংরক্ষন করতে হবে।
অনলাইনে সাইকোথেরাপি বা কাউন্সিলিং সেবা কীভাবে পাবেন
- সেবাটি পাওয়ার কমপক্ষে ২৪ ঘন্টা আগে নির্ধারিত বুকিং বিষয়ে মেসেজের মাধ্যমে আপনাকে অবহিত করা হবে। একদিন আগে যারা বুকিং দিবে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
- সেবাটি পেতে অবশ্যই আপনার প্রান্তে, ইন্টারনেট ও ভিডিও কলের ব্যবস্থা থাকতে হবে।
- নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, আপনার প্রদত্ত মোবাইল নাম্বার বা ই-মেইলে একটি ডিডিও লিংক যাবে। লিংকে ক্লিক করে নির্দিষ্ট সময়ে আপনার সেবাটি নিতে পারবেন।
- সেবা নেয়ার পর একটি নির্দিষ্ট লিংকের (… লিংক ক্লিক…) মাধ্যমে আপনার উপদেশ পত্রটি পেতে পারেন। পরবর্তীতে আপনার সুবিধামতো সময়ে লিংক থেকে উপদেশ পত্রটি নামিয়ে সংরক্ষণ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন।
- অফলাইন বা সরাসরি সাইকোথেরাপি
- সরাসরি সাইকোথেরাপ বা কাউন্সিলিং এর বুকিং সহ যাবতীয় যোগাযোগের জন্য আমাদের কল সেন্টারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
MK4C Moner Khobor এই প্রতিষ্ঠানে যে ধরনের সাইকোথেরাপি সেবা দেওয়া হয় যার মধ্যে অন্যতম হচ্ছে,
- বিভিন্ন ধরনের মানসিক সমস্যার জন্য ইনডিভিজুয়াল সাইকোথেরাপি গ্রহণের সুযোগ
- ড্রাগ এডিকশন
- ফ্যামিলি থেরাপি
- কাপল থেরাপি
- প্যারেন্টিং
- সোশ্যাল স্কিল ট্রেনিং
- রাগ নিয়ন্ত্রণ, এছাড়া অন্যান্য সকল ধরনের মানসিক সমস্যার জন্য স্পেশালিষ্ট সাইকোথেরাপির ব্যবস্থা তো থাকছেই
এসব সেবা দেওয়ার জন্য আমাদের সাইকোথেরাপিস্ট যে ধরনের সাইকোথেরাপিতে স্পেসালিস্ট তা হচ্ছে :
- কগনিটিভ বিহেভিয়ার থেরাপি
- ডায়ালেক্টিকাল বিহেভিয়ার থেরাপি
- ড্রাগ এডিকশন প্রোফেশনাল
বিশেষ বার্তা
- আমাদের সেবা গ্রহনের জন্য, আপনার প্রদানকৃত তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে।
- নির্দিষ্ট ইউজার আইডির বিপরীতে থাকা তথ্য আপনার প্রয়োজনে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন।